এই ভেষজ উদ্ভিদটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকরী। কোলেস্টেরল এর মাত্রা কমানো, কিডনির স্বাস্থ্যের পক্ষে উপকারী এই ভেষজ উদ্ভিদটি। এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা, ব্লাড প্রেসার, চামড়ার সমস্যা, রক্তে সুগারের পরিমাণ কমানো সহ একাধিক রোগের পক্ষে উপকারী ইনসুলিন।
চারা লাগানোর নিয়ম
মাটিতে লাগানোর সময় একটু জৈব সার দিয়ে লাগিয়ে দিবেন।
টবে লাগালে একটু বড় টবে লাগাবেন। কেননা গাছের পাশ দিয়ে কুশি বের হয়ে ৮-৯ টা গাছ হয়ে যায়।
এই গাছ সাধারণত মারা যায় না।
নিয়মিত পানি দিবেন এবং গাছের পরিচর্যা করবেন।
এই গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়।
গাছের কোন ১টি ডালের পাতা খাওয়া শেষ হয়ে গেলে ডালটি কয়েক টুকরো করে কেটে আলাদা আলাদা জায়গাই লাগিয়ে দিলে সেখান থেকে আবার নতুন ডাল বের হবে।